Wellcome to National Portal
  • 2020-03-05-19-07-94a0ad4561dfb33d932577a21c23a1cb
  • 2020-01-15-11-18-baf09be608554333b14a005e80cff486
  • 2019-12-28-11-09-f2115536c96a0f145206739debe24af6
  • 2020-01-15-10-53-8d6396b316c222f3014a318c9b7be471
  • 2020-01-15-11-07-64582488dbc9cac251018ce6e8433558
  • 2020-02-21-11-09-bab14e67709c53125dbf0c4d360385e1
  • 2020-03-05-19-10-3f479176d3ef6cbfc1743c669ad6ed80
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ মার্চ ২০২০

সেবাগ্রহন নিয়মাবলী

 

১) ওয়েবসাইটের রেজিস্ট্রেশন মেনু থেকে “অনলাইন রেজিস্ট্রেশন” এর মাধ্যমে আবেদন করা যাবে অথবা “নির্বাহী পরিচালক, টিআইসিআই” বরাবর টেকনিক্যাল সার্ভিসের জন্য সংক্ষিপ্ত বর্ণনাসহ আবেদন করা যাবে। আবেদন পাঠাবার ঠিকানা tici1611@yahoo.com

 

২) টিআইসিআই এর সংশ্লিষ্ঠ বিভাগ উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সম্ভাব্য খরচ বিবেচনোয় একটি কোটেশন তৈরী করে ক্লাইয়েন্ট বরাবর পাঠাবে।

 

৩) সংশ্লিষ্ঠ ক্লাইয়েন্ট কোটেশনের পরিমাণের বিষয়ে প্রাপ্তিস্বিকারপত্র হিসেবে একটি পত্র/ই-মেইল দিবে। এরপর কার্যানুরোধপত্র প্রেরণ করবে। এক্ষেত্রে অবশ্যই কোটেশন অনুযায়ী DD/Cheque এর স্ক্যান কপি সংযুক্তি হিসেবে প্রেরণ করতে হবে। DD/Cheque এর জন্য প্রয়োজনীয় তথ্যঃ

          একাউন্ট নামঃ টিআইসিআই                 

 একাউন্ট টাইপঃ SND

          একাউন্ট নংঃ 2238 141 0000 0417

          ব্যাংক/শাখাঃ উত্তরা ব্যাংক / সারকারখানা শাখা

 

৪) সার্ভিস যদি টিআইসিআই এ হয়ঃ ক্যালিব্রেশন, টেস্ট, ভাইব্রেশন এনালাইসিস বা অন্য যেসব কাজ টিআইসিআই ল্যাব এ সম্পাদিত হয়, সে ধরনের কাজের জন্য ক্লাইয়েন্ট তার প্রয়োজনীয় স্যাম্পল / যন্ত্রাংশ টিআইসিআই এ প্রেরণ করবেন। এক্ষেত্রে DD/Cheque একইসাথে জমা দিতে হবে।

   সার্ভিস যদি ক্লাইয়েন্ট সাইটে হয়ঃ এনালাইসিস, রক্ষণাবেক্ষণ প্রভৃতি যেসব কার্যক্রম ক্লাইয়েন্ট সাইটে করার প্রয়োজন হয় সেসব ক্ষেত্রে কার্য সমাধা হলে চেক হস্তান্তর করতে হবে।

 

৫) যে কোন কার্যক্রম শেষে ৩ কার্যদিবসের মাঝে টিআইসিআই সার্টিফিকেট / রিপোর্ট প্রদান করবে।